প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:38 PM
আপডেট: Tue, Jul 1, 2025 3:23 PM

বিএনপি চলে ডালে ডালে, আর সরকার চলে পাতায় পাতায়

ফজলুল বারী: [২] একটা দল ক্ষমতায় থাকতে আরেকটা দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। ২০০১ সালে সেই দলটি ভালোমানুষি দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে গেলে দলটির সভানেত্রী সহ কেন্দ্রীয় সব নেতাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। ভাগ্যের খেলায় সেই দলটিই ১৪ বছর ধরে ক্ষমতায়। কারন রাজনীতিতে ভালোমানুষি দেখালে কি হয় তা তারা জেনে ফেলেছে। এই দলটি যুদ্ধাপরাধীদের বিচারের অবিশ্বাস্য ঐতিহাসিক কাজ করেছে। বাংলাদেশে নানা ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন স্পষ্ট। আবার দুর্নীতিও হয়েছে। হাওয়া ভবন দিয়ে দেশ চালানো সেই গ্রেনেড মারা দলটি এখন ভালোমানুষ সেজেছে। রাজাকার ছায়া রাজাকারদের নিয়ে ক্ষমতাসীন দলকে টেনেহিঁচড়ে নামিয়ে ফেলার শপথ। প্ল্যানিংয়ে ছিল নয়াপল্টনে অনেক লোককে নিয়ে এসে বসে থাকবে! ১৬০ বস্তা চালও আনা হয়েছিল। আরও আনার টাকা জোগাড়ও ছিল। এখন এসব জেনেশুনে অপর দলটি বসে বসে বাদাম কেনো খেলো না সেটাই অপরাধ হয়ে দাঁড়িয়েছে! রাজনীতির মাঠ কোন রামকৃষ্ণ মিশন বা আনজুমান মফিদুল ইসলাম নয়। দিন শেষে যে টিকে থাকে মানুষ তার পক্ষেই যায়। কারন মানুষ পরাজিতের পক্ষে থাকেনা। আর বাংলাদেশের গনতন্ত্রের সংজ্ঞাতো এরা সাজিয়েছে ক্ষমতা জিয়া পরিবারের নিয়ন্ত্রণে থাকবে কিনা।

[৩] শেখ হাসিনার কাছে ছয় মাস পরপর এপ্লিকেশন করে দয়া নিয়ে জেলখানার বদলে বাসায় থাকা নেত্রীর দল আর তার পুতের ভার্চুয়ালি লন্ডন থেকে দল চালনায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যায় না। এসব ভার্চুয়াল বৈঠক আর প্রতিটি টেলিফোনিক নির্দেশের পুরোটা মুহূর্তের মধ্যে সরকারের কাছে চলে আসে। এই পুরো প্রযুক্তি সরকার ইতালির একটি কোম্পানি থেকে কিনেছে। এই প্রযুক্তির কারনে জঙ্গিরাও ধরা পড়ে যায়। বাংলাদেশি গোয়েন্দাদের বড় একটা টিমও বাস করে লন্ডনে। তারাও নিয়মিত ফুটেজ পাঠায়। বিএনপি নিজেদের মনে করে মহা-চালাক। বিএনপি চলে ডালে ডালে, আর সরকার চলে পাতায় পাতায়। লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক